মোঃ নাজমুল হাসান একজন সময় উপযোগী আলোচক। পারিপার্শিক অবস্থা এবং সময় উপযোগী আলোচনা করেন। আলোচনার ধারাবাহিকতা রক্ষা করে আলোচনা করার কারনে যুব-সমাজ তাকে খুব পছন্দ করেন।
জন্মঃ কুমিল্লা জেলার চান্দিনায় জন্ম গ্রহণ করেন ১৯৯২ সালে।
শিক্ষা জীবনঃ প্রাইমারি শেষ করে মাদ্রাসায় পড়া শুরু হয়েছে সিংআড্ডা দারুল উলুম মাদ্রাসা, চান্দিনা, কুমিল্লা। তারপর বাবার প্রতিষ্ঠিত শিমুলিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় অষ্টম পর্যন্ত পড়ে পরে নাওতলা আলিম মাদ্রাসা থেকে দাখিল/ আলিম পাশ করেন।
ঢাকা আলীয়া থেকে ফাযিল ও কামিল (তাফসীর) সম্পন্ন করেন।
দাম্পত্য জীবনঃ মোঃ নাজমুল হাসান ফেব্রুয়ারীর ২৭ তারিখ ২০১২ বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
কর্মজীবনঃ বর্তমানে তিনি ঢাকার ডেমড়া বাইতুল হামদ জামে মসজিদের খতীব হিসাবে দায়িত্ব পালন করছেন।
একটি আলোচনা শুনুনঃ